জোর করে চাচার চুল কেটে ফেলেছে, এটা ভালো কাজ হয়নি — আলেমদের মন্তব্য।”
_________________________________________________________________________
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক রাস্তার পাশে বসে এক বৃদ্ধের চুল জোর করে কেটে দিচ্ছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে নানা বিতর্কের জন্ম দেয়।
স্থানীয়দের দাবি, ওই বৃদ্ধ মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে রাস্তায় অবস্থান করছিলেন। তবে চুল কাটা ঘটনাটি তার ইচ্ছার বিরুদ্ধে করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিভিন্ন আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, “মানুষের ইচ্ছার বিরুদ্ধে এমন আচরণ ইসলামসম্মত নয়। সেবা করতে হলে সম্মানের সঙ্গে করতে হয়, জোর করে নয়।”
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে মানবিক আচরণ ও সামাজিক দায়িত্ববোধের দিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন